শিক্ষা প্রকৃত মানুষ সৃষ্টি করে। প্রকৃত মানুষ তৈরির জন্য চাই আধুনিক, বিজ্ঞানমুখী বিদ্যায়তন। বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। সারা বিশ্বেই তথ্য-প্রযুক্তি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এ প্রেক্ষাপট বিবেচনায় এনে বাংলাদেশ সরকারও এ দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের সিদ্ধান্তের সাথে বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ একমত। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এখানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষার আধুনিক ও যুগোপযোগী সকল পদক্ষেপকে স্বাগত জানায় এবং তা কার্যকর করতে বদ্ধ পরিকর।
আমি এ বিদ্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
ড. সামিনা আহমেদ
সভাপতি
ম্যানেজিং কমিটি
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ