• bcsirscd@yahoo.com
  • +88022233645408

History

বিসিএসআইআর লেডিস ক্লাব এর উদ্যোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর অঙ্গনে ১৯৬৮ সালের ২২ শে জানুয়ারি ৪০ জন শিশু নিয়ে যাত্রা শুরু করে এই বিদ্যালয়টি। ১৯৮০ সালে প্রাথমিক বিদ্যালয় রূপে রেজিস্ট্রেশন লাভ করে। ১৯৮৪ সালে উচ্চ বিদ্যালয় রূপে স্বীকৃতি প্রাপ্ত হয় এবং সুনামে ও কলেবরে উত্তরোত্তর বিদ্যালয়টি এগিয়ে আজকে একটি ত্রিতল, একটি দ্বিতল পাঠদান ভবন এবং একটি প্রশাসনিক ভবন দৃষ্টি নন্দন রূপ গ্রহণ করেছে।

 Campus Building

১৯৬৯ সালের ১লা মার্চ থেকে শিক্ষালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে, ১৯৮৩ সালে জুনিয়র হাইস্কুল উন্নীত হওয়ার প্রাক্কালে সদিচ্ছায় প্রধান শিক্ষকের দায়িত্ব ছেড়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে অবসর পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রিয়দর্শিনী মিসেস জেবুন্নেসা বেগম। ১৯৮৩ সালে প্রধান শিক্ষক পদে যোগদান করেন জনাব কাজী নূরুল হক। ১৯৮৬ সালে ১ম এস এস সি পরীক্ষায় ১১ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে সবাই কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়। বর্তমানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে এবং সমৃদ্ধ বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব এবং পৃথক গ্রন্থাগার আছে।

 

১৯৮৬ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রধান শিক্ষক মো: আব্দুল বারী সাহেবের যোগ্য নেতৃত্বে প্রাইমারী বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এস এস সি পরীক্ষা সহ শতভাগ পাশের মাধ্যমে বিদ্যালয়টি সুনাম অর্জন করে। ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের অত্যন্ত সুদক্ষ প্রধান শিক্ষক জনাব রবিউল ইসলামের পরিচালনায় বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড ও ক্রীড়ায় নানাবিধ অর্জনসহ বিদ্যালয়টি মহিমান্বিত হয়ে উঠে। কিন্তু অচিরেই শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে অশ্রুসজল চোখে বিদায় নেন জনাব রবিউল ইসলাম এবং তাঁর স্থলাভিষিক্ত হন জনাব আবু তাহের। প্রশাসনিক দুর্বলতা, ম্যানেজিং কমিটির নিষ্পৃহতা, নানা অনিয়ম, ভর্তি ও প্রমোশন বাহিরের হস্তক্ষেপ, স্বজনপ্রীতি এবং সর্বোপরি প্রশাসনিক অর্ন্তদ্বন্দের কারণে বিদ্যালয়টি ঐতিহ্য হারায়। ০১/১১ইং এর রাজনৈতিক পট পরিবর্তনে বিদ্যালয়েরও পট পরিবর্তন ঘটে। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সুদক্ষ এবং সদা পর্যবেক্ষনশীল ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস ফাতেমা খাতুন চৌধুরীর দায়িত্বে বিদ্যালয়টি পুনর্জীবন ফিরে পায়। যার ফলে ২০০৮ সালে এস এস সি পরীক্ষায় ৩৬ জন এ+ এবং ২০০৯ সালের এস এস সি পরীক্ষায় ২৬ জন এ+ সহ শতকরা ৯৯.২৮ জন কৃতকার্য হয়। এমনই এক প্রদীপ্ত সময়ে ০১/০২/২০০৯ সাল প্রধান শিক্ষক পদে বিদ্যালয়ে যোগদান করেন বর্তমান প্রধান শিক্ষক জনাব মো: ইদ্রিস আলী। তাঁর তারুন্যদীপ্ত পরিচালনায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নতিতে এসেছে দৃষ্টি নন্দন পরিবর্তন এবং বিদ্যালয়টি বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রম, জাতীয় দিবস পালন সহ শিক্ষায় প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এস এস সি পরীক্ষায় ৯৯.২৮% সাফল্য নিয়ে বর্তমানে “এ” ক্যাটাগরির বিদ্যালয়ের অন্তর্ভূক্ত হয়েছে। এছাড়া ও তিনি নিজে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বিএসবি ফাউন্ডেশন থেকে এ্যাওয়ার্ড অর্জন করেন এবং ২০১০ সালে বিদ্যালয়টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঐ একই সংস্থা থেকে এ্যাওয়ার্ড অর্জন করেন। বিদ্যালয় থেকে গার্ল-গাইডে লন্ডনের ক্যাম্পে অংশ গ্রহণ এবং বর্তমানে প্রধান শিক্ষক বাংলাদেশ স্কাউটস এর ঢাকা মহানগরীর কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টি ডাবল শিফটে প্রতিটি শ্রেণিতে ৩টি করে শাখা চালু আছে।