English Version

প্রধান শিক্ষকের বার্তা


বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইটে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ১৯৬৮ সনে প্রতিষ্ঠার পর থেকে বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়,ঢাকা শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছে। ঢাকা মহানগরের প্রাণকেন্দ্রে ধানমন্ডি থানায় ঐতিহ্যবাহী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, সায়েন্স ল্যাবরেটরি ক্যাম্পাসের অভ্যন্তরে ছায়া সুনিবিড় ও মনোরম শান্তির পরিবেশে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পরিশোধিত পানির ব্যবস্থা বিদ্যমান এবং বিসিএসআইআর এর সুযোগ্য চেয়ারম্যান এবং বিজ্ঞানীদের সার্বিক সহযোগিতা, তত্ত্বাবধান এবং উন্নয়ন-এ সকল বিধিবদ্ধ দায়িত্ব পালনসহ শিক্ষাসংশ্লিষ্ট বহুবিধ কার্য পরিচালনায় এ স্কুলের সফল পদচারণা সর্বজনবিদিত। সেবা প্রদানের দৃঢ় প্রতিশ্রুতিতে এই শিক্ষাপ্রতিষ্ঠান সেবাগ্রহীতার স্বার্থে অতীতে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে পাঠদান কারা হচ্ছে।

 

মহান মুক্তিযুদ্ধর চেতনা আমাদের নিজস্ব সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম তৈরির বর্তমান সরকারের অঙ্গীকার পূরণের লক্ষ্য অর্জনে তথ্য প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ভূমিকা অনস্বীকার্য। বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের ওযেরসাইট এ লক্ষ্য অর্জনে সচেষ্ট। এর ঠিকানা www.bcsirscd.edu.bd শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার জাতির সফল উত্তরণে অপরিহার্য শর্ত। ইন্টারনেটের মতো শক্তিশালী প্রযুক্তির কল্যাণে সবার কাছে সেবা পৌঁছে দেয়ার এই যুগোপযোগী কার্যক্রম ভূমিকা উজ্জ্বল করেছে। কোমলমতি আজকের শিক্ষার্থীরাই জাতির আগামীদিনের কর্নধার হবে সেই লক্ষ্যে তাদেরকে সৎ, যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র,শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি সর্বোপরি সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

 

. মো: ইদ্রিস আলী
প্রধান শিক্ষক
বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়
ধানমন্ডি, ঢাকা-১২০৫



ই-মেইল করুন
+ =